anusandhan24.com
অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সজল
বুধবার, ১৫ মার্চ ২০২৩ ০৫:২২ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

বিয়ে নিয়ে বার বার খবরের শিরোনাম হয়েছেন অভিনেতা আবদুন নূর সজল। তার সমসাময়িক প্রায় সবাই বিয়ে করলেও তার করা হয়নি। এবার সজল নিজেই জানালেন তিনি বিয়ে করতে যাচ্ছেন।

এই অভিনেতা বলেন, মা-বাবা চান আমি বিয়ে করি। এখন তাদের ওপরই সব ছেড়ে দিয়েছি। পরিবারের লোকজনই বিয়ের সব ব্যবস্থা করছেন। হয়তো খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে।

কবে বিয়ে করছেন জানতে চাইলে সজল বলেন, কবে বিয়ে করছি, দিনক্ষণ নির্ধারিত হয়নি। এখনই বলতে পারছি না। তবে এটা নিশ্চিত, ইনশাআল্লাহ এ বছরেই বিয়ে করব।

এর আগেও সজল বিয়ের কথা জানিয়েছিলেন। তখনো করোনাভাইরাস থাকায় বিয়ে করেননি। তখন পাত্রীর বিষয়ে তিনি বলেছিলেন, যার সঙ্গে বিয়ে হবে, তিনি এ মিডিয়া জগতের না-ও হতে পারেন। ওই সময় তিনি যদি মিডিয়ার না হন, তাহলে তার মতোই তাকে থাকতে দেওয়া উচিত। তবে কাকে বিয়ে করছি, এখনই সেটা বলতে চাই না।

সজল বর্তমানে ঈদের কাজ নিয়েই ব্যস্ত। ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে তার ‘জ্বীন’ সিনেমা। সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছেন পূজা চেরির সঙ্গে।