anusandhan24.com
দলবল নিয়ে মস্কো সফরে সিরীয় প্রেসিডেন্ট
বুধবার, ১৫ মার্চ ২০২৩ ০৫:০৯ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিশাল দলবল নিয়ে রাশিয়া সফরে গেছেন। মঙ্গলবার মস্কোর ভিনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বাশার আসাদের আলোচনা হওয়ার কথা।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, মস্কো সফরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল রয়েছে। অপরদিকে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা দেশটির প্রেসিডেন্টের সঙ্গে থাকা প্রতিনিধিদলকে ‘বিশাল’ বলে উল্লেখ করেছে।

খবরে বলা হয়েছে, বিমানবন্দরে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে স্বাগত জানান রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ।

ক্রেমলিনের এক বিবৃতিতে মঙ্গলবার বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বুধবার বৈঠক করবেন। দুই নেতার বৈঠকে রাশিয়া এবং সিরিয়ার রাজনৈতিক, বাণিজ্যিক, অর্থনৈতিক পরিস্থিতি এবং মানবিক ত্রাণ বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

এ ছাড়া সিরিয়ার চলমান সংকটের পূর্ণাঙ্গ নিষ্পত্তির বিষয় নিয়েও দুই নেতা আলোচনা করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে আসাদকে সরাসরি সমর্থন দিয়ে আসছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট পুতিনকে বাশার আল আসাদের ঘনিষ্ঠ মিত্র মনে করা হয়।