anusandhan24.com
দুটি স্যাটেলাইট পাঠাল চীন
রবিবার, ১২ মার্চ ২০২৩ ০৫:১৮ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

চীনা মহাকাশ গবেষণা সংস্থা সফলভাবে দুটি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছে। উত্তর চীনের শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে শুক্রবার ভোরে তিয়ানহুই-৬এ এবং তিয়ানহুই-৬ স্যাটেলাইট দুটি মহাকাশে পাঠানো হয়।

চীনা দৈনিক গ্লোবাল টাইমস জানিয়েছে, স্যাটেলাইটগুলো চীনের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত লংমার্চ-৪ সি রকেটে করে পাঠানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ উৎক্ষেপণটি চীনা একাডেমি অব স্পেস টেকনোলজি দ্বারা কক্ষপথে ডেলিভার করা হয়েছে। এটি দেশটির সফলভাবে পাঠানো ৪০০তম মহাকাশযান।

গ্লোবাল টাইমস জানিয়েছে, দ্বৈত উপগ্রহ সফলভাবে তাদের পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে।

চীনা মহাকাশ কর্তৃপক্ষ বলেছে, এই স্যাটেলাইটগুলো ভৌগোলিক ম্যাপিং, ভূমি সম্পদ জরিপ এবং অন্যান্য বৈজ্ঞানিক পরীক্ষার জন্য ব্যবহার করা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, এটি ছিল লংমার্চ রকেট সিরিজের ৪৬৫তম মিশন।