anusandhan24.com
বাজওয়ার কোর্ট মার্শাল দাবি ইমরানের
শনিবার, ৪ মার্চ ২০২৩ ০৫:৩১ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার কোর্ট মার্শাল দাবি করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। রাশিয়ার বিরুদ্ধে বক্তৃতা দেওয়ার কারণে তার কোর্ট মার্শাল হওয়া উচিত বলে মনে করেন সাবেক প্রধানমন্ত্রী।

গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা হারান ইমরান খান। এর পর থেকেই তৎকালীন সেনাপ্রধানের বিরুদ্ধে তিনি অভিযোগ করে আসছেন যে, তাকে হটানোর পেছনে কলকাঠি নেড়েছেন জেনারেল বাজওয়া।

এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, শুক্রবার লাহোরে সাংবাদিকদের ইমরান খান বলেন, ‘জেনারেল বাজওয়া আমার পিঠে ছুরিকাঘাত করেছেন।

জেনারেল বাজওয়াকে কটাক্ষ করেন সাবেক প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাজওয়া রাশিয়ার বিরুদ্ধে বক্তৃতা দিয়েছেন, সেজন্য তার কোর্ট মার্শাল করা উচিত।’

উল্লেখ্য, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তার আগে তৎকালীন পাক প্রধানমন্ত্রী ইমরান খান তার পূর্বনির্ধারিত মস্কো সফর করেন। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সফরের ব্যাপারে খানকে সতর্ক করা হয়েছিল।

এর পর এক অনুষ্ঠানে ইউক্রেনে হামলার জন্য প্রকাশ্যে রাশিয়ার সমালোচনা করেন তৎকালীন সেনাপ্রধান। এর পর এপ্রিলে ক্ষমতা হারান সাবেক এই ক্রিকেটার। তার অভিযোগ, মেয়াদের এক বছর আগেই তাকে এভাবে সরিয়ে দেওয়ার পেছনের কুশীলব জেনারেল বাজওয়া।