anusandhan24.com
টাঙ্গাইলে পিকআপ উল্টে খাদে, নিহত ৩
বুধবার, ১ মার্চ ২০২৩ ০৫:২৩ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

টাঙ্গাইলে পিকআপ উল্টে নারীসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। বুধবার দুপুর দুইটার দিকে কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পুর্ব প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই সিরাজগঞ্জের এনায়েতপুরে বার্ষিক ওরস মাহফিলে যাচ্ছিলেন।

নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার গান্দাইল এলাকার শাহানা বেগম (৬০), পেচামনিক গ্রামের মাহতাব আলীর মেয়ে নূর জাহান (৫০) ও টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার গৌরাং গ্রামের জাবেদ আলীর মেয়ে ফিরোজা বেগম (৬০)।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, জামালপুর থেকে ২০-২৫ জন যাত্রী নিয়ে পিকআপটি সিরাজগঞ্জের এনায়েতপুর ওরসে যাচ্ছিলেন। তাদের বহনকারী খোলা পিকআপটি আনালিয়াবাড়ী ১০ নম্বর ব্রিজের কাছে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে যানটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখনে আরো একজনের মৃত্যু হয়। আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহতদের মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।