anusandhan24.com
মিসরের প্রয়াত প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের পাসপোর্ট নিলামে বিক্রি, ক্ষুব্ধ পরিবার
মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:৪৭ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

মিসরের প্রয়াত প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের কূটনৈতিক পাসপোর্ট যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসের একটি অকশন হাউসে নিলামে বিক্রি হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি সাড়ে ৪৭ হাজার মার্কিন ডলারে এটি বিক্রি হয়।

আনোয়ার সাদাতের পরিবার এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং এ ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে। পরিবারের ভাষ্য, সাবেক প্রেসিডেন্টের পাসপোর্ট মিসরের কাছে গুরুত্বপূর্ণ, এটি কী করে যুক্তরাষ্ট্রের অকশন হাউস হাতে পেল এবং নিলামে তুলে বিক্রি করতে সক্ষম হলো।

প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের নাতি ও মিসরের সংসদ সদস্য করিম সাদাত মিসরের সংবাদপত্র আল-আহরামকে বলেন, ‘সাবেক প্রেসিডেন্টকে আমরা যারা ভালবাসি, মিসরের জনগণের প্রতিনিধি হিসেবে এবং পরিবারের সদস্য হিসেবে এটি আমরা মেনে নেব না।’

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান করিম সাদাত।

পাসপোর্টটি অকশন হাউসের হাতেই বা কিভাবে পৌঁছাল এ নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন অনেকে।