নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধে মো. আাসলাম মিয়া (৪৮) ও মো. রনি মিয়া (৩৫) নামের দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রফিকুল ইসলাম নামের আরও এক ভাই আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, নিহতদের লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতদের পরিবার ও স্থানীয়রা জানান, কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় সরকারি অর্থায়নে একটি রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ চলছে। ড্রেনটি কাদের জায়গায় পড়েছে- তা নিয়ে আসলামের সঙ্গে তার চাচাতো ভাই মোস্তফা মিয়ার তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে মোস্তফার নেতৃত্বে মামুন, মাফিজুর রহমান ও মারুফ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান আসলাম মিয়া, মো. রনি ও রফিকুল ইসলামের ওপর। ঘটনার পর হামলাকারীরা বাড়ি-ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।