anusandhan24.com
খালেদা জিয়া রাজনীতি করলে সরকার হস্তক্ষেপ করবে না
রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ০৫:১৫ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

বিএনপি চেয়াপারসন খালেদা জিয়ার রাজনৈতিক স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, অসুস্থতার কারণে দুটো শর্ত দিয়ে খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে। তিনি রাজনীতি করতে পারবেন না বা রাজনীতি বন্ধ রাখতে হবে সেরকম কোনো শর্ত ছিল না। তবে খালেদা জিয়া রাজনীতি করবেন কিনা সেটি তার একান্ত ব্যক্তিগত বিষয়। তার রাজনৈতিক স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করবে না।

আগামী নির্বাচনে খালেদা জিয়া অংশ নিতে পারবেন কিনা এমন প্রশ্নে আনিসুল হক বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া অংশগ্রহণ করতে পারবেন না। কারণ, দুই বছরের দণ্ডপ্রাপ্ত যেকোনো ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেটা সংবিধানে বলা আছে। এটা নতুন করে বলতে হবে না।

সম্প্রতি আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম দাবি করেছিলেন, খালেদা জিয়া রাজনীতি করবেন না, এই মুচলেকা রয়েছে।