anusandhan24.com
দিল্লি-মুম্বাইয়ে কর কর্তৃপক্ষের অভিযানে পূর্ণ সহায়তা রয়েছে: বিবিসি
মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৩২ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে অভিযান চালিয়েছেন ভারতের কর কর্মকর্তারা। এ অভিযানে বিবিসি কর কর্মকর্তাদের পুরোপুরি সহায়তা করেছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এক তাৎক্ষণিক বিবৃতিতে বিবিসি জানায়, আয়কর কর্তৃপক্ষের তদন্তের অংশ হিসেবে ভারতে বিবিসি অফিসে তল্লাশি চালানো হয়েছে।

বিবিসি বলেছে, তারা আয়কর কর্তৃপক্ষকে অভিযানে ‘পুরোপুরি সহযোগিতা’ করছে। আমরা আশা করছি, যত তাড়াতাড়ি সম্ভব এই পরিস্থিতির সমাধান হবে।

এর আগে আজ মঙ্গলবার ভারতে বিবিসির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে একযোগে অভিযান চালানো হয়। স্থানীয় সময় বেলা সাড়ে ১১টা থেকে ওই দুই কার্যালয়ে একযোগে অভিযান শুরু হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তথ্যচিত্র প্রকাশের কয়েক সপ্তাহ পরই এ অভিযান চালানো হলো। বিবিসির তথ্যচিত্রে ২০২২ সালে গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গার সময় মোদির ভূমিকা তুলে ধরা হয়, যা দেশটিতে ‘বিতর্ক’ সৃষ্টি করে। তবে কর কর্মকর্তারা বলছেন, তল্লাশি নয়, ‘আয়কর জরিপের’ অংশ হিসেবে তারা বিবিসির কার্যালয় পরিদর্শন করেছেন।

মোদিকে নিয়ে নির্মিত তথ্যচিত্রটি ভারতে নিষিদ্ধ করা হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।