anusandhan24.com
যাদুকাটার পাড়ের শিমুল বাগানে ‘ফাগুনের আগুন’
মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:২৮ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

মেঘালয় পাহাড় থেকে নেমে আসা প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সুনামগঞ্জের যাদুকাটার তীর বারেকের টিলা ও শিমুলবাগান এলাকায় যেন লেগেছে ফাগুনের আগুন।

দেশের সবচেয়ে বড় এই শিমুল বাগান এলাকায় উপচে পড়ছে বসন্তের রঙ। বেলা ১১টা থেকেই সেখানে চলছে বসন্ত উৎসব। যেন ফাগুনের রঙে ভরে উঠেছে দেশের বৃহৎ এই শিমুল বাগান।

সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির শতাধিক শিল্পী সেখানে বসন্তের নানা গান গেয়ে আনন্দ দিচ্ছেন হাজারো পর্যটক ও স্থানীয় মানুষদের।

ঋতু রাজ বসন্তকে স্বাগত জানাতে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে উৎসবমুখর হয়ে ওঠেছে প্রকৃতির এই স্বর্গরাজ্য তাহিরপুর সীমান্ত এলাকা।