anusandhan24.com
কলকাতায় ১ হাসপাতালে ৩ মাসে জলবসন্তে ২৬ মৃত্যু, শঙ্কায় চিকিৎসকেরা
শুক্রবার, ৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:২২ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় একটি হাসপাতালে গত তিন মাসে জলবসন্ত রোগে ২৬ জনের মৃত্যু হয়েছে। এ তথ্য জানার পর দুশ্চিন্তায় পড়েছেন সেখানকার চিকিৎসকেরা। খবর: টাইমস অব ইন্ডিয়া’র।

জলবসন্ত মারাত্মকভাবে ছোঁয়াচে হলেও এ থেকে মৃত্যু এতটা স্বাভাবিক নয়। বিশেষজ্ঞদের মতে, ১ থেকে ১৪ বছর বয়সি এক লাখ রোগীর মধ্যে গড়ে একজনের মৃত্যু হয়। ১৫ থেকে ১৯ বছর বয়সি এক লাখে ছয়জনের আর প্রাপ্তবয়স্কদের প্রতি লাখে ২১ জনের মৃত্যু হয়। জলবসন্ত আক্রান্ত বয়স্কদের বেলায় দেখা যায়, রোগপ্রতিরোধ ক্ষমতায় ঘাটতি থেকে মৃত্যু ঘটে থাকে।

কলকাতার ইনফেকশাস ডিজিজ অ্যান্ড বেলিঘাটা জেনারেল (আইডিবিজি) হাসপাতালে সর্বশেষ ৬৭ বছর বয়সি ব্যক্তির মৃত্যু হয়েছে। এ হাসপাতালেই গত তিন মাসে ২৬ জনের মৃত্যুর তথ্য সামনে এসেছে। হাসপাতালটি অবশ্য রাজ্যের সংক্রামক রোগীদের অনেকটা একমাত্র ভরসার জায়গা। কলকাতার স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন হাসপাতাল থেকে সপ্তাহের শুরুতে ওই রোগী বেলিঘাটা জেনারেলে স্থানান্তর হন।

নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যকার সময়ে সংক্রামক ব্যধির মৌসুমে সাধারণত বেলিঘাটার হাসপাতালটিতে জলবসন্তে গড়ে মৃত্যু ১০ জনের কম থাকে। কিন্তু এবার সংখ্যাটি দিগুণেরও বেশি হওয়ায় চিকিৎসকদের কপালে দুশ্চিন্তার ছাপ দেখা দিয়েছে।

সংক্রামক রোগ বিশেষজ্ঞ যোগীরাজ রায় টাইমস অব ইন্ডিয়াকে বলেন, রোগপ্রতিরোধ ক্ষমতা কম এবং অন্যান্য রোগের উপসর্গ রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে জলবসন্ত মারাত্মক ক্ষতি বয়ে আনতে পারে।