anusandhan24.com
ইউক্রেনকে প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্র
বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩ ০৯:৪৪ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

যুক্তরাষ্ট্র তার ওকলাহোমা রাজ্যে ইউক্রেন বাহিনীকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা প্রশিক্ষণ দিতে যাচ্ছে।

ওয়াশিংটন কিয়েভকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা পদ্ধতি সরবরাহ করতে যাচ্ছে। এ কারণে এটির ব্যবহার ও সংরক্ষণ শেখাতে যুক্তরাষ্ট্রই এ উদ্যোগ নিয়েছে। পেন্টাগণ মঙ্গলবার এক ঘোষণায় এ কথা জানিয়েছে। খবর এএফপি।

একের পর এক হামলায় পর্যুদস্ত কিয়েভ ওয়াশিংটনের কাছে এ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহে বারবার অনুরোধ জানানোর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র গত বছরের শেষ দিকে ইউক্রেনকে প্যাট্রিয়ট ব্যবস্থা দেওয়ার অঙ্গীকার করে।

পেন্টাগণের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল পাট রাইডার সাংবাদিকদের বলেছেন, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা পদ্ধতি বিষয়ে ইউক্রেন বাহিনীর প্রশিক্ষণ ওকলাহোমার ফোর্ট সিলে শিগগিরই অনুষ্ঠিত হবে। এতে আনুমানিক ৯০ থেকে ১০০ ইউক্রেন সৈন্য অংশ নেবে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা থেকে ইউক্রেনকে রক্ষা এবং মস্কোর আকাশ নিয়ন্ত্রণ চেষ্টাকে ব্যাহত করেছে। প্যাট্রিয়ট ইতোমধ্যে কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে প্রমাণিত হয়েছে।