anusandhan24.com
ইউক্রেন সংকটের প্রধান সুবিধাভোগী কে, জানাল রাশিয়া
বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ ০৯:৪৯ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

যুক্তরাষ্ট্রকে ইউক্রেন সংকটের প্রধান সুবিধাভোগী বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ওয়াশিংটনের বিরুদ্ধে ইউক্রেন সংঘাতকে দীর্ঘায়িত করারও অভিযোগ করেন তিনি।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাশকে দেওয়া সাক্ষাৎকারে সের্গেই ল্যাভরভ অভিযোগ করেন, তার দেশকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ও ন্যাটো যুদ্ধক্ষেত্রে বিজয় চাইছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি কোনো গোপন বিষয় নয় যে, যুক্তরাষ্ট্র এবং তার ন্যাটো মিত্রদের কৌশলগত লক্ষ্য হলো, আমাদের দেশকে উল্লেখযোগ্যভাবে দুর্বল বা এমনকি ধ্বংস করে দেওয়ার একটি প্রক্রিয়া হিসেবে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে বিজয় প্রত্যাশা করা।

তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের ‘প্রধান সুবিধাভোগী’ হলো যুক্তরাষ্ট্র। ‘ইউরোপকে আরও পরাধীন করতে’ তারা অঞ্চলটির সঙ্গে রাশিয়ার ঐতিহ্যবাহী সম্পর্ক বিনষ্টের ভূরাজনৈতিক লক্ষ্য নিয়ে অগ্রসর হয়েছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্মিলিতভাবে পশ্চিমা দেশগুলো এবং তাদের নিয়ন্ত্রিত ভলোদিমির জেলেনস্কির কর্মকাণ্ড ইউক্রেন সংকটের বৈশ্বিক বাস্তবতা সামনে তুলে ধরেছে।