anusandhan24.com
থাইল্যান্ডে যুদ্ধজাহাজ ডুবে ১০৬ নাবিকের মধ্যে নিখোঁজ ৩৩
মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ ০৮:২৭ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

থাইল্যান্ডের একটি যুদ্ধজাহাজ ডুবে এর ১০৬ জন নাবিকের মধ্যে ৩৩ জন নিখোঁজ রয়েছেন।

দেশটির নৌবাহিনী বলেছে, ‘এইচটিএমএস সুখোথাই’ নামের ওই যুদ্ধজাহাজের বিদ্যুৎ ইউনিটে পানি উঠলে রোববার রাতে সেটি ডুবে যায়।খবর সিএনএনের।

সোমবার দেশটির সরকারি কর্তৃপক্ষ জানায়, ৪০ বছর পুরনো এ যুদ্ধজাহাজটি উত্তাল সাগরে ডুবে যায়। এখনও ৩৩ নাবিকের খোঁজ নেই। বাকিদের উদ্ধার করেছে থাইল্যান্ডের নৌবাহিনী।

যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়ে রাতভর তা চলে। বিমানবাহিনীর সহযোগিতায় সোমবারও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে নৌবাহিনী। এদিকে যুদ্ধজাহাজডুবির কারণ অনুসন্ধানে নৌবাহিনী একটি তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধজাহাজটির মূল অংশে পানি ঢুকে ও পাওয়ার কন্ট্রোল রুমে শর্টসার্কিট হওয়ার পরই সেটি সমুদ্রের পানিতে তলিয়ে যায়। পাওয়ার কন্ট্রোল রুমে পানি ওঠার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়। এতে যুদ্ধজাহাজটির নিয়ন্ত্রণ হারান ক্রুরা। এরপর রোববার রাত সাড়ে ১১টার দিকে সেটি ডুবে যায়।