নেত্রকোনার মদনে বিজয় দিবসের অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। হামলায় দূর্জয় মিয়া (১৪) ও হিমেল মিয়া (১৫) নামের দুই শিক্ষার্থী আহত হয়েছে।
আহত হিমেলের অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার তিয়শ্রী এন এইচ খান একাডেমীতে এ ঘটনা ঘটে। হামলায় জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করেছে মদন থানার পুলিশ।
আটককৃতরা হলেন-অন্তর মিয়া (১৪), আসলাম (১৫), রিফাত (১৫), তানভীর (১৪), নাজিম(১৫), রাফি (১৫) প্রয়াস (১৪), স্বাধীন (১৪), বিপ্লব (১৫) ও রিয়াদ (১৪)। তাদেরকে মদন থানা হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, তিয়শ্রী এন এইচ খান একাডেমীতে শুক্রবার সকালে বিজয় দিবসের অনুষ্ঠান চলছিল। এ সময় মদন উপজেলার চানগাও গ্রামের বিপ্লব ও নাজিমসহ কয়েকজন গিয়ে ওই বিদ্যালয়ের ছাত্রীদের উত্যক্ত করে।
এ সময় তিয়শ্রী এন এইচ খান একাডেমীর কয়েকজন শিক্ষার্থী প্রতিবাদ করলে তাদের সাথে বাক-বিতন্ডা হয়। বিষয়টি বিদ্যালয়ের শিক্ষরা সমাধান করে অনুষ্ঠান শুরু করার কিছুক্ষণ পরেই ১৫/২০ জন বখাটে রড ও লাঠি নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করে।
হামলায় তিয়শ্রী এন এইচ খান একাডেমীর নবম শ্রেনির শিক্ষার্থী দূর্জয় ও হিমেল আহত হলে স্থানীয় লোকজন ১১ জন হামলাকারীকে আটক করে বিদ্যালয়ে আটকে রাখেন। পরে মদন থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের আটক করে নিয়ে আসে।