anusandhan24.com
ইশরাককে গ্রেফতারে পুলিশের অভিযান
মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ ০৫:৪৮ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনয়নে নির্বাচন করা ইশরাক হোসেকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

১০ ডিসেম্বর অনুষ্ঠিত ঢাকা বিভাগীয় গণসমাবেশ ঘিরে গোলযোগের ঘটনায় তাকে গ্রেফতার করতে চায় পুলিশ।

বিএনপির সমাবেশের পরদিন ১১ ডিসেম্বর ইশরাকের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করে পুলিশ। সেই মামলায় তাকে গ্রেফতার করতে সোমবার রাতে তার বাসায় অভিযান চালানো হয়।

অভিযানের বিষয়টি জানাজানি হলে নতুন ওই মামলার তথ্য সামনে আসে। তবে অভিযানে তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বিএনপির অভিযোগ ইশরাকের বাসায় তল্লাশি চালিয়ে তাকে না পেয়ে তার ও তার মায়ের কক্ষ ভাঙচুর করেছে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপ কমিশনার জিয়াউল আহসান তালুকদার বলেন, ইশরাকসহ এ মামলার অন্য আসামিদের গ্রেফতার অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।