anusandhan24.com
বিচারপতি গোলাম রাব্বানী আর নেই
সোমবার, ১৪ নভেম্বর ২০২২ ০৫:০৫ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

অবসরপ্রাপ্ত বিচারপতি গোলাম রাব্বানী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।

সোমবার দুপুর পৌনে ১টায় রাজধানীর গুলশানের বাসভবনে তার মৃত্যু হয়। সুপ্রিমকোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি সুপ্রিমকোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি।

জানা গেছে, গোলাম রাব্বানী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি গোলাম রাব্বানীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

গোলাম রাব্বানী ১৯৯২ সালের ১৮ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান। ২০০১ সালের ১১ জানুয়ারি তিনি আপিল বিভাগের বিচারক হন।