anusandhan24.com
সাবেক এমপি ও মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা গ্রেফতার
রবিবার, ৬ নভেম্বর ২০২২ ০৫:৩০ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৬ নভেম্বর) রাজধানীর টিকাটুলী এলাকা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা তাকে গ্রেফতার করেছে।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মহিলা দল সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বরিশালের সমাবেশ শেষ করে লঞ্চ করে ঢাকা ফেরেন। আজ সকালে সদরঘাটে লঞ্চ থেকে নেমে বাসায় আসার পথে টিকাটুলী এলাকায় র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে। সুলতানা আহমেদের স্বামী তৌফিক আহমেদের কাছে থেকে এটা নিশ্চিত হয়েছি।

এদিকে, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করেছেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ।