anusandhan24.com
মার্শ-ম্যাক্সওয়েলের ঝড়ো ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ১৬৮
শুক্রবার, ৪ নভেম্বর ২০২২ ০৫:০৬ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

শুরুতে ঝড় তুললেন মিচেল মার্শ। এরপর দুর্দান্ত ব্যাট করলেন গ্লেন ম্যাক্সওয়েল। এ দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ের পরও বিশাল সংগ্রহ পেল না অস্ট্রেলিয়া। কারণ শেষ ৫ ওভারে এসেছ মাত্র ৩৫ রান। আর এই রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে অসিরা।

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৮ রান তুলতে পেরেছে অস্ট্রেলিয়া। জিততে হলে আফগানিস্তানকে করতে হবে ১৬৯।

অ্যাডিলেড ওভালে টস হেরে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ১৮ বলে করেন ২৫ রান। পাওয়ার প্লের ৬ ওভারে ৫২ রান উঠলেও ৩ উইকেট হারিয়ে বসে অসিরা।

দারুণ খেলছিলেন মিচেল মার্শ। কিন্তু ৩০ বলে ৪৫ করার পর তিনিও আউট হয়ে যান। ৮৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া।

স্টয়নিস আর ম্যাক্সওয়েল যোগ করেন ২৯ বলে ৫৩ রান। ২১ বলে ২৫ করে স্টয়নিস রশিদ খানের শিকার হন। ম্যাক্সওয়েল ইনিংসের শেষ পর্যন্ত খেলে গেছেন। ৩২ বলে ৬ চার আর ২ ছক্কায় ৫৪ রানে অপরাজিত থাকেন তিনি।

নাভিন উল হক ৪ ওভারে ২১ রান দিয়ে নেন ৩ উইকেট। ডেথে এই পেসার ২ ওভারে মাত্র ৬ রান দিয়ে অসিদের আটকে রাখেন। ২ উইকেট শিকার করেন ফজলহক ফারুকি।