anusandhan24.com
টস হেরে ব্যাটিংয়ে শ্রীলংকা
মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২ ০৫:৪৪ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান অষ্টম আসরের স্বাগতিক দল অস্ট্রেলিয়া। অসিদের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করছে শ্রীলংকা ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার পার্থে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় শ্রীলংকা। ১.৫ ওভারে দলীয় ৬ রানে প্যাট কামিন্সের বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন কুশল মেন্ডিস।

এই ম্যাচটি অস্ট্রেলিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে ব্যাকফুটে। এই ম্যাচে জিততে না পারলে সেমিফাইনালে ওঠা কঠিন হয়ে যাবে অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন দলটির।

অন্যদিকে শ্রীলংকা সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ আয়ারল্যান্ডের বিপক্ষে ৩০ বল হাতে রেখে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে।