anusandhan24.com
বেয়ারস্টোর মতো দুর্ভাগা ইংলিস, অস্ট্রেলিয়া দলে দুশ্চিন্তা
বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২ ০৪:৪৩ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর মতোই ভাগ্যবরণ করতে হলো অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিস।

গলফ খেলতে টি-টোয়েন্টি বিশ্বকাপটাই মাটি হয়েছে তার। একই খেলা খেলতে গিয়ে ইনজুরিতে পড়ে গত সেপ্টেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যান বেয়ারস্টো।

বুধবার অনুশীলন না থাকায় সিডনিতে গলফ খেলতে নামেন জশ ইংলিস। খেলা চলাকালীন একটি শট মারতে গিয়ে হাতে চোট পান তিনি। হাতের কিছুটা অংশ কেটেও যায় তার। খবর সিডনি মর্নিং হেরাল্ডের।

পরীক্ষা-নিরীক্ষার পর অসি দলের ফিজিও জানালেন, বিশ্বকাপ খেলার জন্য ফিট নন ইংলিস। ব্যস এতেই শেষ হয়ে গেল ইংলিসের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন।

তার পরিবর্তে দলে ক্যামেরন গ্রিনকে দলে যুক্ত করেছে টিম অস্ট্রেলিয়া। আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি অনুমোদন দিয়েছে এই পরিবর্তনে।

সাতটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে গ্রিনের।

রিপ্লেসমেন্ট পেলেও দুশ্চিন্তা একটা থেকেই যাচ্ছে। কারণ ক্যামেরন গ্রিন উইকেট কিপার নন।

অস্ট্রেলিয়া দলে দ্বিতীয় উইকেটকিপার-ব্যাটার হিসেবে যুক্ত ছিলেন জশ ইংলিস। তার অবর্তমানে এখন গোটা বিশ্বকাপ সামলাতে হবে ম্যাথুউ ওয়েডকে।

কোনো কারণে ওয়েড খেলতে না পারলে কিংবা ইনজুরিতে পড়লে উইকেটের পেছনে গ্লাভস নিয়ে দাঁড়ানোর স্বীকৃত কিপার থাকবে না অসি দলে।

সে ক্ষেত্রে অবশ্য ডেভিড ওয়ার্নারের হাতে গ্লাভস তুলে দেবেন অধিনায়ক প্যাট কামিন্স।