anusandhan24.com
৪০ টাকার কাঁচামরিচ ১৬০ টাকা!
শনিবার, ২৩ জুলাই ২০২২ ০৫:৪২ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

এক দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে আবারো বেড়েছে কাঁচামরিচের দাম। কাঁচামরিচ ৪০ টাকা থেকে কেজিপ্রতি বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। সরবরাহ কমার কারণে বেড়েছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

শুক্রবার (২২ জুলাই) বিকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি বাজারে কাঁচামরিচ ক্রেতা মিজানুর রহমান জানান, প্রতিদিন নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েই চলেছে। পূর্বে কাঁচামরিচের কেজি ছিল ৪০ টাকা, এখন কিনতে হচ্ছে ১৬০ টাকা কেজি দরে। আমাদের মতো সাধারণ ক্রেতাদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়েছে। বাজার নিয়মিত মনিটরিং না হওয়ার কারণেই কিছু অসাধু ব্যবসায়ী দাম বৃদ্ধি করে দেয়।

হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ জানান, ভারত থেকে কাঁচামরিচ আমদানি না হওয়ার কারণে মোকামগুলোতে বেশি দামে মরিচ বিক্রি করছেন কৃষকরা। আমরা ব্যবসায়ীরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি।