anusandhan24.com
জার্মানির সেই ভয়ই ‘সত্যি হচ্ছে’
মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২ ০৮:২৫ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

রাশিয়ার সর্ববৃহৎ গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তার ইউরোপীয়ান গ্রাহকদের একটি চিঠিতে জানিয়েছে, তারা গ্যাস সরবরাহের কোনো গ্যারান্টি দিতে পারবে না। কারণ বর্তমানে সময়টা স্বাভাবিক যাচ্ছে না। খবর রয়টার্সের।

১৪ জুলাই গ্যাসপ্রমের পাঠানো সেই চিঠিতে বলা হয়েছে, তারা ১৪ জুন থেকে ‘ফোর্স মেজিউর’ ঘোষণা করছে।

ফোর্স মেজিউর হলো একটি বাণিজ্যিক ধারা। যে ধারা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান যদি ‘ফোর্স মেজিউর’ ঘোষণা করে তাহলে উক্ত প্রতিষ্ঠানটি তার চুক্তি পূরণ করতে আইনগতভাবে আর বাধ্য থাকবে না।

এর মাধ্যমে গ্যাসপ্রম মূলত জানিয়ে দিল তারা ইউরোপে দীর্ঘ সময়ের জন্য গ্যাসের সরবরাহ বন্ধ করে দেবে।

গত ১১ জুলাই সংস্কার কার্য চালানোর জন্য নর্ড স্ট্রিম-১ পাইপ লাইন দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া।

জার্মানির ভয় ছিল, রাশিয়া সরবরাহ যে বন্ধ করেছে সেটি হয়ত তারা আর চালু করবে না। তাদের সেই ভয়টিই ধীরে ধীরে পরিস্কার হচ্ছে।

জার্মানিতে রাশিয়ার সর্ববৃহৎ গ্যাস আমদানিকারক প্রতিষ্ঠান ইউনিপার জানিয়েছে, তাদের কাছে গ্যাসপ্রম এমন একটি চিঠি দিয়েছে।

আরেক জার্মান প্রতিষ্ঠান আরডব্লিউই বলেছে, তাদেরও একইরকম চিঠি পাঠিয়েছে গ্যাসপ্রম।

এদিকে রাশিয়া নর্ড স্ট্রিম পাইপ লাইন দিয়ে যে পরিমাণ গ্যাস সরবরাহ করত তার প্রায় ৬০ ভাগ গত ১৪ জুন থেকে কমিয়ে দেয়। তখন তাদের পক্ষ থেকে বলা হয়েছিল, কানাডায় মেরামতের জন্য পাঠানো একটি টারবাইনের কারণে সরবরাহের সমস্যা হচ্ছে।

রাশিয়ার দাবির প্রেক্ষিতে সেই টারবাইনটি ফিরিয়ে দিতে যাচ্ছে জার্মানি।

তবে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, টারবাইনের জন্য গ্যাস সরবরাহ কমে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই। কারণ এই টারবাইনটি আগামী সেপ্টেম্বর মাসে কাজে লাগানোর কথা ছিল।

সূত্র: রয়টার্স