anusandhan24.com
এসএসসি পরীক্ষার বিষয়ে বিশেষ সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী
বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২ ০৫:৩৪ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

দেশে বন্যার কারণে পেছানো এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর তারিখ জানাতে বিশেষ সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের একথা জানান।

তিনি বলেন, ‘রোববার দুপুর ১টায় মন্ত্রী সংবাদ সম্মেলন করবেন। এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে কথা বলবেন।’

মহামারির কারণে পিছিয়ে যাওয়া এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা এবার ১৯ জুন শুরু করে ৬ জুলাই শেষ করার কথা ছিল। কিন্তু জুনের মাঝামাঝি সময়ে দেশে প্রবল বর্ষণ আর উজানের ঢলে সিলেট অঞ্চল এবং উত্তরের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দেয়। এই বন্যার কারণে ১৭ জুন এসএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় সরকার।

এবার সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে ২০ লাখের বেশি শিক্ষার্থী। কিন্তু বন্যাদুর্গত এলাকায় অনেক শিক্ষার্থীর বইপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের হাতে নতুন বই পৌঁছে দিয়ে তারপর পরীক্ষার আয়োজন করা হবে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।গত ৬ জুলাই সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের হাতে বই দেওয়ার পর প্রস্তুতি নেওয়ার জন্য তাদের অন্তত ২ সপ্তাহ সময় দিয়ে তারপর পরীক্ষা নেওয়া হবে।