anusandhan24.com
টি-টোয়েন্টিতে এক ম্যাচে এত রান দেননি আর কোনো বোলার
সোমবার, ১১ জুলাই ২০২২ ০৮:২৮ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

আগের ১৪ ম্যাচে ১৭ উইকেট নিয়ে ছিলেন দলের অন্যতমসেরা বোলিং অস্ত্র। কিন্তু এক ম্যাচে এতটাই বাজে করলেন যে,টি-টোয়েন্টি ক্রিকেটের বিব্রতকর এক রেকর্ডের শীর্ষে নিজের নাম লেখালেন।

১ ওভারে ৩৬ রান দেন তিনি। মোট ৪ ওভারে ৮২ রান দেন।

এমন দুহাত খুলে রান দিয়েছেন ডার্বিশায়ারের লেগ স্পিনার ম্যাথু ম্যাককিয়েরনান।

এবারের টি-টোয়েন্টি ভাইটালিটি ব্লাস্টে সমারসেটের বিপক্ষে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের চূড়ায় উঠলেন ম্যাককিয়েরনান।

রেকর্ড বলছে, টি-টোয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে এত রান দেননি আর কেউ।

ম্যাককিয়েরনানের সৌজন্যে বিব্রতকর রেকর্ড থেকে মুক্তি পেলেন সারমাদ আনোয়ার। পাকিস্তানের সাবেক এই পেসার ২০১১ সালে শিয়ালকোট স্ট্যালিয়ন্সের হয়ে লাহোর লায়ন্সের বিপক্ষে ৪ ওভারে দিয়েছিলেন ৮১ রান।

১১ বছর পর তার রেকর্ডটি নিজের করে নিলেন ইংলিশ স্পিনার ম্যাথু ম্যাককিয়েরনান। এই লজ্জার রেকর্ডে তৃতীয় স্থানটিও আরেক ইংলিশ বোলারের।

ইংলিশ পেসার বেন স্যান্ডারসন ২০১৭ সালে টি-টোয়েন্টি ব্লাস্টে নর্থ্যাম্পটনশায়ারের হয়ে ইয়র্কশায়ারের বিপক্ষে ৪ ওভারে ৭৭ রান দিয়েছিলেন।

ম্যাককিয়েরনানের এ রেকর্ডের পর কেউ বিশ্বাস করতে চাইবে না যে, আগের ম্যাচেই ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। আর পরের ম্যাচেই এমন জঘন্য রেকর্ড বোলিং।

রেকর্ড গড়ার ম্যাচে পাওয়ার প্লেতে চতুর্থ ওভারে ১৯ রান দেন ম্যাক। নবম ওভারে নিজের দ্বিতীয় ওভারটি করে রান দেন কেবল ৬।

দ্বাদশ ওভারে ছক্কা-চার খেয়ে দেন ২১ রান। অর্থাৎ৩ ওভারে ৪৬ রান দিয়ে বসেন। ১৫তম ওভারে ফের বল হাতে নেন ম্যাককিয়েরনান। এবার তাকে পেয়ে বসেন সমারসেটের প্রোটিয়া ব্যাটার রাইলি রুশো।

ওই ওভারে ৫ ছক্কা ও এব চার হাঁকান রুশো। সঙ্গে নো বল থেকে আসে দুটি রান। এক ওভারে ৩৬ রান দেন ম্যাককিয়েরনান!মোট ৮২ রানে প্রতিপক্ষকে ভাসিয়ে দেন এ ইংলিশ স্পিনার।