anusandhan24.com
৩৬ বলে ৯৩ রানের বিধ্বংসী ইনিংসে দারুণ দুই রেকর্ড
সোমবার, ১১ জুলাই ২০২২ ০৮:২২ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

ইংল্যান্ডের ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টে এবার দারুণ ফর্মে রয়েছে রাইলি রুশো। তবে আগের সব ইনিংসকে ছাপিয়ে গেলেন তিনি শনিবার।

সমারসেটের হয়ে কোয়ার্টার-ফাইনাল ম্যাচে ডার্বিশায়ারের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেললেন এ দক্ষিণ আফ্রিকান ব্যাটার।

৮ চার ও ৭ চক্কায় রুশো খেলেন ৩৬ বলে ৯৩ রানের ইনিংস। তার এমন বিস্ফোরক ইনিংসে দারুণ দুটি রেকর্ড গড়েছে তার দল।

রুশোর বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে ঘরের মাঠ টন্টনে সমারসেট ২০ ওভারে তোলে ২৬৫ রান। যা ২০ ওভারের ক্রিকেটে ইংল্যান্ডে ও ইংল্যান্ডের কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ।

চলতি আসরেই গত ১৭ জুন বার্মিংহাম বিয়ার্সের ২৬১ ছিল আগের সর্বোচ্চ।

রান তাড়ায় ডার্বিশায়ার ১১.২ ওভারেই গুটিয়ে যায় মাত্র ৭৪ রানে। সমারসেট জয় পায় ১৯১ রানে। এটিও একটি রেকর্ড।

সর্বোচ্চ স্কোরের মতো এর চেয়ে বেশি ব্যবধানে ইংল্যান্ডে এবং ইংল্যান্ডের কোনো দল আজ অবধি জেতেনি।

আগের সবচেয়ে বড় জয় ছিল বার্মিংহাম বিয়ার্সের, গত ২৪ জুন তারা উস্টারশায়ারকে ১৪৪ রানে হারায়।

ভাইটালিটি ব্লাস্টে রানের বন্যা বইয়ে দিচ্ছেন রুশো। এবার ১৫ ইনিংসের ৭টিতেই পঞ্চাশ ছুঁলেন। ৫০ গড় ও অবিশ্বাস্যভাবে ১৯৭.৩৬ স্ট্রাইক রেটে তার রান ৬০০।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দলে ফিরেছেন রুশো। ৩২ বছর বয়সি বাঁহাতি ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ খেলেছেন ২০১৬ সালের অক্টোবরে।