anusandhan24.com
রাজধানীতে কুরবানি দিতে গিয়ে শতাধিক আহত
সোমবার, ১১ জুলাই ২০২২ ০৭:৪৬ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু কুরবানি দিতে গিয়ে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার শতাধিক মানুষ আহত হয়েছেন।

রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়ে সবাই বাড়ি ফিরে গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. আলাউদ্দিন জানান, আহতদের অধিকাংশই কসাইয়ের কাজ করতে গিয়ে আহত হয়েছেন। এছাড়া কুরবানির কাজে সহযোগিতা করতে গিয়ে কারও আঙুল কেটেছে, কোরবানি দেওয়ার সময় গরুর আঘাতে আহত হয়েছেন কেউ কেউ।

তিনি আরও জানান, প্রত্যেক বছর কোরবানির ঈদের দিন এমন ঘটনা ঘটে। এবারও তার ব্যতিক্রম হয়নি। হাত, আঙুল কাটা কমপক্ষে ১০০ জন আজ জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। তবে তাদের কারো অবস্থাই গুরুতর ছিল না।