anusandhan24.com
এমপি মমতাজকে নিয়ে ছাত্রলীগ নেতার আপত্তিকর বক্তব্য, শোকজ
শুক্রবার, ৮ জুলাই ২০২২ ০৫:৪৮ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে বরিশালের বাকেরগঞ্জের ছাত্রলীগ নেতা মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে।

তাকে এ বিষয়ে কারণ দর্শনের নোটিশ দিয়েছে বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগ।

মো. হাবিবুর রহমান বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

অভিযোগ রয়েছে, মো. হাবিবুর রহমান কয়েকদিন ধরে এমপি মমতাজ বেগমকে নিয়ে ফেসবুকে অশালীন বক্তব্য প্রদান করে আসছেন। বিষয়টি উপজেলা ছাত্রলীগের নজরে আসে। গত বৃহস্পতিবার মো. হাবিবুর রহমানকে ৭ দিনের মধ্যে কেন বহিষ্কার করা হবে না তার কারণ দর্শনের নোটিশ দেয় উপজেলা ছাত্রলীগ।

বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ছাত্রলীগের ভাবমূর্তি খর্ব হয়েছে। ছাত্রলীগের একটি গুরুত্বপূর্ণ পদে থেকে কেন এ ধরনে কাজের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি তা তার নিকট জানতে চাওয়া হয়েছে। যথাযথ কারণ না দেখাতে পারলে তাকে ছাত্রলীগের পদ থেকে বহিষ্কার করা হবে।