anusandhan24.com
যুক্তরাষ্ট্রে যুগান্তকারী গর্ভপাত অধিকার আইন বাতিল
শুক্রবার, ২৪ জুন ২০২২ ১০:১৩ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

যুগান্তকারী গর্ভপাত অধিকার আইন বাতিল করল যুক্তরাষ্ট্র। মার্কিন সুপ্রিম কোর্ট দেশব্যাপী গর্ভপাতকে বৈধতা দেওয়া প্রায় ৫০ বছরের পুরোনো একটি আইনি সিদ্ধান্ত বদলে দিয়েছেন। ফলে দেশটির নারীরা আর গর্ভপাতের আইনি অধিকার পাবেন না। খবর রয়টার্সের।

শুক্রবার এ সংক্রান্ত রায় ঘোষণা করে আদালত। এই রায়ের ফলে যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক রাজ্যেই গর্ভপাত নিষিদ্ধ হওয়ার পট প্রস্তুত হল। প্রতিটি রাজ্যই এখন নিজস্বভাবে গর্ভপাত নিষিদ্ধ করার পদক্ষেপ নিতে পারবে।

১৯৭৩ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের ‘রো বনাম ওয়েড’ নামের ঐতিহাসিক রায়ে মার্কিন নারীদের গর্ভপাতে বৈধতা দেওয়া হয়েছিল।

গত বছর টেক্সাস অঙ্গরাজ্যে গর্ভপাতবিষয়ক পাস হওয়া একটি আইনকে কেন্দ্র করে দেশটিতে নারীদের বিক্ষোভ শুরু হয়। ওই আইনে গর্ভধারণের ছয় সপ্তাহ পর থেকে গর্ভপাত নিষিদ্ধ করা হয়। তীব্র আন্দোলনের মুখে ওই গর্ভপাত বিরোধী আইন সাময়িকভাবে বাতিল করেছিল দেশটির একটি আদালত।

তবে এবার সেই সব আন্দোলন আমলে না নিয়ে দেশটির সর্বোচ্চ আদালত এই ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিল।