anusandhan24.com
ইসরাইলিদের গুলিতে নিহত হয়েছেন শিরিন: জাতিসংঘ
শুক্রবার, ২৪ জুন ২০২২ ০৫:৫৯ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

জাতিসংঘ জানিয়েছে তারা যে তথ্য পেয়েছে, তাতে তারা প্রমাণ পেয়েছে গত ১১ মে ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আখলেহ।

শুক্রবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার অফিসের মুখপাত্র রাভিনা সামাদসানি সাংবাদিকদের বলেন, যে তথ্য আমরা পেয়েছি… যে গুলিতে শিরিন আবু আখলেহ নিহত হয়েছেন এবং তার সহকর্মী আলী আহত হয়েছেন সেই গুলি ইসরাইলি নিরাপত্তা বাহিনী ছুড়েছিল, ফিলিস্তিনি মিলিশিয়াদের ছোঁড়া এলোপাতাড়ি গুলি ছিল না।

মুখপাত্র সামাদসানি আরও বলেছেন, আবু আখলেহ নিহত হওয়ার সময় ফিলিস্তিনি মিলিশিয়াদের কোনো কার্যক্রম সেসময় চলছিল না।

এদিকে ফিলিস্তিনের সাংবাদিক আবু আখলেহ নিজের দায়িত্ব পালন করার সময় জেনিনে গুলিতে নিহত হন।

তার মৃত্যুর পর ফিলিস্তিন এবং পুরো বিশ্ব ক্ষোভ প্রকাশ করে।

তবে ইসরাইল প্রথম থেকেই আবু আখলেহকে হত্যার বিষয়টি অস্বীকার করে।

কিন্তু ফিলিস্তিনের পক্ষ থেকে বলা হয় ইসরাইলি স্নাইপার আবু আখলেহকে লক্ষ্য করে হত্যার উদ্দেশে গুলি করে।

আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আখলেহ তার রিপোর্টের মাধ্যমে বহুবার ফিলিস্তিনিদের দুর্দশার কথা প্রকাশ করেছেন।

সূত্র: আল জাজিরা