anusandhan24.com
অবস্থা বেগতিক, ইউক্রেনীয় সেনাদের সরে যাওয়ার নির্দেশ
শুক্রবার, ২৪ জুন ২০২২ ০৫:৫৪ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

লুহানেস্কের সেভেরোদোনেৎস্কে অবশিষ্ট ইউক্রেনীয় সেনাদের সেভেরোদোনেৎস্ক ছাড়ার নির্দেশ দিয়েছে কমান্ডাররা।

রুশ সেনারা ঘিরে ফেলার আগেই তাদের নিরাপদ স্থান বা নতুন স্থানে অবস্থান নিতে বলা হয়েছে।

সেভেরোদোনেৎস্কের পাশের শহর লিসিচানস্কের দখল দুই-একদিনের মধ্যে রুশ সেনাদের আয়ত্তে চলে আসতে পারে। এমন সময় সেভেরোদোনেৎস্ক থেকে ইউক্রেনের সেনাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হলো।

লুহানেস্কের গভর্নর সেরহি হাইদাই এ ব্যাপারে শুক্রবার বলেন, পরিস্থিতি এখন এমন, শুধুমাত্র থাকার জন্য সেসব বিধ্বস্ত স্থানে থাকার কোনো মানে হয় না।

তিনি আরও বলেন, সেনাদের পিছিয়ে অন্যত্র চলে যেতে এবং সেখান থেকে লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

লুহানেস্কের গভর্নর আরও জানিয়েছেন, রুশ বাহিনীর অব্যহত বোমা হামলার কারণে সেভেরোদোনেৎস্ক পুরোপুরি বিধ্বস্ত হয়ে যাওয়ার পথে আছে।

তিনি আরও জানিয়েছেন, শহরের ৯০ ভাগ ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে। শহরের যেসব বিল্ডিং বা ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তার ৮০ ভাগই ভেঙে ফেলতে হবে।

এদিকে লুহানেস্কের সেভেরোদোনেৎস্ক এবং লিসিচানস্ক দখল করতে পারলে পুরো অঞ্চলটি রাশিয়ার অধীনে চলে আসবে।

সূত্র: দ্য গার্ডিয়ান