anusandhan24.com
যে বিষয়টিকে চিন্তার কারণ বললেন পুতিন
বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২ ১০:৩৭ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার বলেছেন, চিন্তার বিষয় হলো, ‘কিছু দেশের স্বার্থপরমূলক আচরণ এবং ভুল ধারণ পোষণ’।

বাণিজ্যিক জোট ব্রিকসের ১৪তম সামিটে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এমন মন্তব্য করেন প্রেসিডেন্ট পুতিন।

ব্রিকস গঠিত ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে।

ব্রিকসের ১৪তম সামিটটি আয়োজন করেছে চীন। এই সামিটে ভার্চ্যুয়ালি যোগ দিয়েছেন সদস্যভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা।

পুতিন তার বক্তব্যে বলেন, ‘কিছু দেশের স্বার্থপরমূলক আচরণ এবং ভুল ধারণ পোষণের’ কারণে আন্তর্জাতিক বাণিজ্যে যে সংকটময় মুহূর্ত তৈরি হয়েছে সেটি শুধুমাত্র সৎ এবং পরস্পর বোঝাপড়ার মাধ্যমে কাটানো সম্ভব হবে।

স্বার্থপর দেশগুলো তাদের অর্থনৈতিক প্রক্রিয়া এবং তাদের নিজস্ব ভুলগুলো বিশ্বের সামষ্টিক অর্থনৈতিক বিষয়ের ওপর ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন রুশ প্রেসিডেন্ট। খবর আরআইএ নভোস্তির।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে বুধবার ব্রিকস সদস্যভুক্ত দেশগুলোর কাছে আহ্বান জানান, তারা যেন রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও বৃদ্ধি করে।

পুতিন বুধবার আরও জানান, রাশিয়া তার ব্যবসা-বাণিজ্য নতুন বাজারের দিকে নিয়ে যাওয়ার কাজ করছে।

সূত্র: আল জাজিরা