anusandhan24.com
সেই ঘটনায় ‘ভীষণ ক্ষুব্ধ’ রাশিয়া
মঙ্গলবার, ২১ জুন ২০২২ ০৫:৪১ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

গণমাধ্যম আল জাজিরার সাংবাদিক ডমিনিক জার্মানির বার্লিন থেকে জানিয়েছিলেন, লিথুয়ানিয়া রাশিয়ার ছিটমহল কালিনিনগ্রাদে পণ্য পরিবহণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এই ঘটনায় ভীষণ ক্ষুদ্ধ হয়েছে রাশিয়া।

লিথুয়ানিয়া কালিনিনগ্রাদে পণ্য পরিবহন বন্ধ করে দেওয়ার বিষয়টিকে ‘অবৈধ’ হিসেবে উল্লেখ করেছে রাশিয়া। তারা এর জবাবে পাল্টা ব্যবস্থা নিতে পারে।

এর আগে রাশিয়ান ছিটমহল কালিনিনগ্রাদে পণ্য পরিবহনের জন্য লিথুয়ানিয়ার কাছে ট্রানজিট নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নেওয়ার দাবি জানিয়েছিল রাশিয়া। ট্রানজিট ফের চালু না হলে, স্বার্থ রক্ষার জন্য প্রতিক্রিয়া জানাবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেছিল মস্কো।

সাংবাদিক ডমিনিক কেন জানিয়েছেন, রাশিয়ার সরকার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে লিথুয়ানিয়ার সরকারের প্রতিনিধিদেরও তলব করেছে এবং এর প্রতিবাদ জানিয়েছে। রাশিয়ার বিশ্বাস পণ্য পরিবহনের নিষেধাজ্ঞা দিয়ে কালিনিনগ্রাদে রেল ব্যবস্থার মাধ্যমে রাশিয়াকে যোগাযোগ করতে বাধা দিচ্ছে লিথুয়ানিয়া। কালিনিনগ্রাদ ছিটমহলটির সঙ্গে রাশিয়ার মূল ভূখন্ডের সঙ্গে কোনো সংযোগ নেই।

এই সাংবাদিক আরও বলেছেন, লিথুয়ানিয়া মূলত ইউরোপীয় ইউনিয়নের দেওয়া নিষেধাজ্ঞা কার্যকর করতেই রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছে।

তবে রাশিয়া এটি মানতে চায় না।

সূত্র: আল জাজিরা