
anusandhan24.com :
রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ শুক্রবার গণমাধ্যম সিএনএনকে বলেছেন, খারকিভে যুদ্ধ করতে যাওয়া দুই নিখোঁজ আমেরিকানের সম্পর্কে তিনি কিছু জানেন না।
না এ ব্যাপারে আমরা কিছু জানি না, সরাসরি বলেন পেসকোভ।
তবে ধারণা করা হচ্ছে, রুশদের হাতে ধরা পড়েছেন তারা।
এ দুই আমেরিকান গত এক সপ্তাহ ধরে নিখোঁজ আছেন। তাদের পরিবার ও অন্যান্য সহযোগী সেনারা জানিয়েছেন, তাদের সহযোগীরা হয়ত রুশদের হাতে ধরা পড়েছেন।
যে দুইজন নিখোঁজ আছেন তাদের একজন ৩৯ বছর বয়সী জন রবার্ট ডিউক। অন্যজন হলেন ২৭ বছর বয়সী তাই নগ হুয়েন। দুইজনই আলাবামার বাসিন্দা।
বৃহস্পতিবার টেলিগ্রাম চ্যানেলে রাশিয়ার একজন ব্লগার একটি ছবি প্রকাশ করেন।সেই ছবিতে দেখা যায় হাত বাঁধা অবস্থায় দুইজনকে একটি সেনা ট্রাকের পেছনে বসিয়ে রাখা হয়েছে। ছবি দেখে ধারণা করা হচ্ছে হাত বাঁধা দুই ব্যক্তি হলেন সেই দুইজন আমেরিকান।
এদিকে দুইজন আমেরিকান নিখোঁজের খবর নিয়ে যখন আলোচনা চলছে তখন জানা গেছে গ্রেডি কুরপাসি নামে আরেকজন সাবেক মেরিন সেনা গত এপ্রিল থেকে নিখোঁজ আছেন।
গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গ্রেডি কুরপাসি মার্চের শুরুতে ইউক্রেনে আসেন। কিন্তু ২৬ এপ্রিলের পর তার সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে পরিবার। ওইদিন খেরসনে একটি চেকপোস্টে দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে।
এদিকে যুক্তরাষ্ট্রের এসব নিখোঁজ কথিত ভাড়াটে সেনাদের নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কারণ যদি তারা সত্যিই রুশদের হাতে ধরা পড়ে তাহলে ভাড়াটে সেনা হিসেবে যুদ্ধ করতে আসায় তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে।
সূত্র: সিএনএন, দ্য গার্ডিয়ান