anusandhan24.com
এটা তাদেরই বেশি ক্ষতি করবে: পুতিন
শুক্রবার, ১৭ জুন ২০২২ ০৮:১৮ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, নিষেধাজ্ঞা তাদেরই বেশি ক্ষতি করবে যারা এটা আরোপ করেছে। বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শুক্রবার সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে পুতিন এ কথা বলেন।

তিনি বলেন, রাশিয়ার উপর নিষেধাজ্ঞার কারণে ইউরোপীয় ইউনিয়ন ৪০০ বিলিয়ন ক্ষতি হতে পারে।

পুতিন আরও বলেন, ইউক্রেনের যুদ্ধের প্রতিক্রিয়ায় ইইউ তার ‘রাজনৈতিক সার্বভৌমত্ব’ হারিয়েছে।

তিনি বলেন, ইইউয়ের সদস্য দেশগুলোতে মুদ্রাস্ফীতি বাড়ছে। নিষেধাজ্ঞার ফলে বৈষম্য বাড়বে বলেও জানিয়েছেন তিনি।

এ সময় ইউরোপের মানুষের প্রকৃত স্বার্থ পাশ কাটানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।