anusandhan24.com
নৌকাকে হারাল মোটরসাইকেল
বুধবার, ১৫ জুন ২০২২ ১০:৪৮ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদর ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচন বুধবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি রেখাছ মিয়াকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. আনোয়ার হোসেনের মোটরসাইকেল প্রতীক জয়লাভ করেছে।

বিজয়ী প্রার্থী মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪১৬ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে পেয়েছেন ৪৭৬৭ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী শেখ মোয়াজ্জেম হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ১৭৫৭ ও ইত্তেহাদ হোসেন পেয়েছেন ২৩২ ভোট।

ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৫১১ জনের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১২ হাজার ১৭২ জন, অর্থাৎ ৬২.৯৬ পার্সেন্ট ভোট কাস্টিং হয়েছে। এই প্রথম উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এর আগে গত বছর ২৬ ডিসেম্বর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ব্যালটে অনুষ্ঠিত হয়েছিল।