anusandhan24.com
রাশিয়ার জবাবের অপেক্ষায় তুরস্ক
বুধবার, ১৫ জুন ২০২২ ১০:৩৮ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, কৃষ্ণ সাগরের অংশে মাইন না সরিয়েই করেই ইউক্রেন থেকে শস্য স্থানান্তরের জন্য একটি ‘নিরাপদ করিডোর’ প্রতিষ্ঠার জন্য রাশিয়ার জবাবের অপেক্ষা করছে। বিবিসি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কাভুসোগলু ইউক্রেন থেকে শস্য রপ্তানির জন্য একটি সমুদ্র করিডোর তৈরি করার জন্য জাতিসংঘের এক পরিকল্পনার বিশদ বিবরণ দিয়ে বলেন, ইউক্রেনীয় বন্দরগুলোর চারপাশের মাইন সরানো ছাড়াই নিরাপদ রুট তৈরি করা যেতে পারে।

তবে এই পদক্ষেপ অবশ্য তার আগের প্রস্তাবের চেয়ে আলাদা। এর আগে রাশিয়া শস্য স্থানান্তরের জন্য কৃষ্ণসাগর থেকে মাইন সরনোর প্রস্তাব দিয়েছিল। তবে মাইন সরিয়ে ফেললে কৃষ্ণসাগর থেকে আক্রমণের ঝুঁকি বেড়ে যাবে বলে আশঙ্কা করেছিল কিয়েভ।

কাভুসোগলু গত সপ্তাহে আঙ্কারায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে মাইন সরানোর পরিকল্পনা নিয়ে আলোচনাও করেছিলেন। কিন্তু মস্কো এবং কিয়েভের সঙ্গে আরও আলোচনার প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।