anusandhan24.com
টাকার মান আবার কমল
সোমবার, ১৩ জুন ২০২২ ১০:৩৫ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

মার্কিন ডলারের বিপরীতে টাকার মান আবারও কমেছে। সোমবার ৫০ পয়সা কমে আন্তঃব্যাংক লেনদেনে প্রতি ডলারের বিনিময় মূল্য এখন ৯২ টাকা ৫০ পয়সা। এক দিনের ব্যবধানে ডলারের দাম বেড়েছে ৫০ পয়সা। এর আগে টাকার বিপরীতে ডলারের দাম কখনে এত বেশি ছিল না। বাংলাদেশ ব্যাংক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত মঙ্গলবার আন্তঃব্যাংক লেনদেনে প্রতি ডলারের বিনিময় হার ছিল ৯২ টাকা। এ নিয়ে চলতি বছর ১৩ দফা টাকার অবমূল্যায়ন হলো।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ডলারের দাম বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করছে না। ব্যাংকগুলো যে দামে লেনদেন করে, তার মধ্যে একটি দর বিবেচনায় নেয় কেন্দ্রীয় ব্যাংক। সোমবার ৯২ টাকা ৫০ পয়সাকে বিবেচনায় নিয়েছে। এই দামেই ডলার বিক্রি করেছে।

ব্যাংকগুলো আমদানিকারকদের কাছ থেকে প্রতি ডলারের জন্য ৯৫ থেকে ৯৭ টাকা দাম নিচ্ছে। আর প্রবাসী আয় আনছে ৯৩ থেকে ৯৪ টাকা দরে।