anusandhan24.com
কোভিড জটিলতায় হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী
রবিবার, ১২ জুন ২০২২ ০৭:১৯ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

কোভিড জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। রোববার তাকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে গত ২ জুন সোনিয়া গান্ধীর করোনাক্রান্ত হওয়ার খবর সামনে আসে। বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

এ ব্যাপারে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা লিখেছেন, করোনা আক্রান্ত কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালে রাখা হয়েছে। যারা উনার শারীরিক সুস্থতা কামনা করেছেন, তাদের আমরা ধন্যবাদ জানাই।

গত ১ জুন ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীকে তলব করেছিল ভারত সরকারের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ৮ জুন ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল সোনিয়ার। তবে কোভিড আক্রান্ত হওয়ায় তা নিয়ে সংশয় দেখা দেয়।