anusandhan24.com
অস্ত্র ফুরাচ্ছে রাশিয়ার, তাই…
শনিবার, ১১ জুন ২০২২ ০৮:০৪ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

রাশিয়ার আধুনিক অস্ত্রের অভাব রয়েছে। এছাড়া রুশ অস্ত্রভাণ্ডার খালিও হয়ে যাচ্ছে, তাই রাশিয়াকে পুরোনো অস্ত্রের ওপর নির্ভর করতে হচ্ছে বলে বিবিসি শনিবার এক বিশ্লেষণমূলক প্রতিবেদনে জানিয়েছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে জানিয়ে ছিল, রাশিয়ার আধুনিক অস্ত্রের অভাব রয়েছে এবং ইউক্রেনের বিরুদ্ধে স্থল আক্রমণে ভারি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে রাশিয়াকে।

রাশিয়ার এই পদক্ষেপ অত্যন্ত ভুল, এটা উল্লেখযোগ্য সংখ্যক হতাহত এবং সমান্তরাল ক্ষতির কারণ হতে পারে বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহ আগে ওডেসায় আক্রমণে রাশিয়া পুরো সোভিয়েত যুগের অস্ত্র ব্যবহার করেছিল।

বিষয়টি বিশ্লেষণ করে একে রাশিয়ার অস্ত্র ফুরিয়ে যাওয়ার লক্ষণ হিসেবে অভিহিত করেছে বিবিসি।

রাশিয়া আরও আধুনিক ব্যালিস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, আরও উচ্চ-প্রযুক্তির নির্ভুল অস্ত্র ব্যবহার করেছে, তাই হাতে কী অস্ত্র আছে তা খুঁজে বের করতে অস্ত্রাগারের হদিশ জানতে হবে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

বিবিসির প্রতিবেদক নিশ্চিত হয়ে জানান, কিছু রাশিয়ান এই বিষয়ে অন্য কথা বলবে। তারা বলবে এসব অস্ত্র ব্যবহার করার কিছু কৌশলগত কারণ রয়েছে। পুরো অস্ত্র ব্যবহার সম্ভবত রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার কারণেই হয়েছে। কারণ রাশিয়ার অনেক নতুন অস্ত্র তৈরি করতে আধুনিক পশ্চিমা প্রযুক্তি আমদানি করার প্রয়োজন হয়।
তাই একবার সব আধুনিক অস্ত্র ব্যবহার করা হলে নিষেধাজ্ঞার প্রভাবে পুরোনো অস্ত্র ব্যবহার করতে হচ্ছে মস্কোকে।