রাশিয়ার একটি প্রক্সি আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইউক্রেনের মারিউপোল থেকে আটক সেই দুই ব্রিটিশ নাগরিকের ব্যাপারে আলোচনার জন্য যুক্তরাজ্য রাশিয়ার চেয়ে ইউক্রেনকে অগ্রাধিকার দিচ্ছে বলে প্রধানমন্ত্রী বরিস জনসনের মুখপাত্র জানিয়েছেন। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের হাতে আটক নটিংহ্যামশায়ারের অ্যাইডেন অ্যাসলিন (২৮) ও বেডফোর্ডশায়ারের শন পিনারকে (৪৮) দোনেৎস্ক পিপলস রিপাবলিকের একটি আদালত এই মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার পর বিষয়টি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস শুক্রবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলে বরিস জনসনের ওই মুখপাত্র জানিয়েছেন।
ব্রিটেন তাদের মুক্তি নিশ্চিত করতে রাশিয়ার সঙ্গে কথা বলবে কি না জানতে চাইলে ওই মুখপাত্র বলেন, আমাদের রাশিয়ার সঙ্গে নিয়মিত যোগাযোগ নেই।
তিনি আরও বলেন, আমাদের অগ্রাধিকার ইউক্রেন সরকারের সঙ্গে কাজ করা এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের মুক্তি নিশ্চিত করার চেষ্টা করা।