anusandhan24.com
‘ভালো কিছু হবে না’, পশ্চিমাদের ল্যাভরভের সতর্কতা
বৃহস্পতিবার, ৯ জুন ২০২২ ১১:০৪ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

রুশ গণমাধ্যম রোশিয়া ২৪-কে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই বলেছেন, পশ্চিমাদের বোঝা উচিত ইউক্রেনকে অস্ত্র দিলে এবং সামরিক দিকে উদ্ধুদ্ধ করলে ভালো কিছু হবে না।

বৃহস্পতিবার আর্মেনিয়া সফরে যান ল্যাভরভ। সেখানেই এমন মন্তব্য করেন তিনি।

ল্যাভরভ বলেছেন, তিনি আশা করেন ইউক্রেন পশ্চিমাদের দিকে আর অস্ত্রের জন্য চেয়ে থাকবে না।

তাদের এরকম চিন্তাভাবনা অনেক আগেই বাদ দেওয়া উচিত ছিল এবং মিডিয়ায় এসব বিষয় ছড়িয়ে তাদের সেনাদের উজ্জীবিত রাখার বিষয়টি বন্ধ করা উচিত ছিল, যোগ করেন ল্যাভরভ।

পশ্চিমাদের হুশিয়ারি দিয়ে ল্যাভরভ বলেন, তাদের বোঝা উচিত কিয়েভকে সামরিক দিকে উদ্ধুদ্ধ করলে এটি ভালোর দিকে নিয়ে যাবে না।

এছাড়া ইউক্রেনের আটকে থাকা শস্য নিয়েও কথা বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

তিনি দাবি করেছেন, ইউক্রেন সমুদ্র থেকে মাইন না সরিয়ে খাদ্য শস্য রপ্তানি বিলম্ব করছে।

ল্যাভরভ বলেন, সমুদ্র থেকে অবরোধ তুলে নেওয়া (মাইন সরানো), বিদেশী জাহাজ বের হতে দেওয়া এবং জাহাজ দিয়ে শস্য অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়টি ‘সহজ’ হওয়া উচিত।

ল্যাভরভ আরও বলেন, রাশিয়ার সেনাবাহিনী এক মাস যাবত বলছে, প্রতিদিন নিরাপদ করিডোর ঘোষণা করছে, যেটি কোনো শর্ত ছাড়া, বাধা ও বিপদ ছাড়া যে কোনো জাহাজ ব্যবহার করতে পারবে।

তবে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, রপ্তানি শুরু করার আগে ‘তারা কার্যকর নিরাপত্তার গ্যারান্টি’ চায়। তাদের আশঙ্কা এরকম করিডোর রাশিয়া হামলা করার জন্য ব্যবহার করতে পারে।

সূত্র: বিবিসি