anusandhan24.com
পদ্মা সেতু উদ্বোধনের দিন নেতাকর্মীদের সতর্ক হয়ে চলার নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার, ৮ জুন ২০২২ ০৬:২৭ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

পদ্মা সেতু উদ্বোধনের দিন দলের নেতাকর্মীদের সতর্কতার সঙ্গে চলাফেরা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

তিনি বলেছেন, পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র তো আছেই। কোনো দুর্ঘটনা আনন্দকে মাটি করে দিতে পারে। তাই, সবাইকে সাবধানে থাকতে হবে।

বুধবার এক সংক্ষিপ্ত বার্তায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। এদিন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা চলাকালে এই বার্তা দেন প্রধানমন্ত্রী। এরপর মতবিনিময় সভায় আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রধানমন্ত্রীর এই বার্তা পড়ে শোনান।
মির্জা আজম বলেন, প্রধানমন্ত্রী আপনাদের জন্য একটি মেসেজ দিয়েছেন। আমি পড়ে শোনাচ্ছি। প্রধানমন্ত্রী বলেছেন, সবাই যেন সাবধানে চলাফেরা করেন। গাড়ি যেন ওভারটেক না করে। ভলান্টিয়াররা সক্রিয় থাকবে। ষড়যন্ত্র তো আছেই। কোনো দুর্ঘটনা আনন্দ মাটি করে দিতে পারে। সাবধানে থাকতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সভায় দক্ষিণাঞ্চলের শীর্ষ নেতারা, সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আগামী ২৫ জুন মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি প্রান্তে জনসভা করবে আওয়ামী লীগ। সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও দিনব্যাপী সেখানে নানা আয়োজনও থাকবে। পদ্মা সেতু উদ্বোধনসহ আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানমালা সফল করতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।