anusandhan24.com
পশ্চিমারা অস্ত্র পাঠালে যে পদক্ষেপ নেওয়ার হুমকি দিলেন ল্যাভরভ
সোমবার, ৬ জুন ২০২২ ১০:৫২ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পশ্চিমারা ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দিলে এর জবাবে ইউক্রেনের সেনাদের ওপর হামলা চালাবে রাশিয়া। ইউক্রেনের সেনাদের ওপর চাপ প্রয়োগ করে তাদের পেছনে ঠেলে দেওয়া হবে। রাশিয়ার সীমান্ত থেকে ইউক্রেনের সেনাদের সরিয়ে দিতে পদক্ষেপ নেওয়া হবে।

এ ব্যাপারে সোমবার একটি সাংবাদিক সম্মেলনে ল্যাভরভ বলেন, দূরপাল্লার যত অস্ত্র দেওয়া হবে আমরা ততই নাৎসিদের (ইউক্রেনীয় সেনাদের) পেছনে ঠেলে দেব, যারা রুশ ভাষাভাষি এবং রাশিয়ার ওপর হুমকির কারণ।

রাশিয়া ইউক্রেনে হামলা করার আগে জানিয়েছিল, ইউক্রেনে অনেক নব্য নাৎসি আছে। এখনো সেই কথাটি বলে থাকে তারা।

তাছাড়া রুশ পররাষ্ট্রমন্ত্রী তার সার্বিয়া সফর নিয়েও কথা বলেছেন।

বুলগেরিয়া, নর্থ মেসেডোনিয়া এবং মন্তেনাগরো ল্যাভরভকে বহনকারী বিমানকে তাদের আকাশসীমায় উড়তে অনুমতি দেয়নি। ফলে সার্বিয়া যেতে পারেননি তিনি।

ল্যাভরভ জানিয়েছেন, তিনি সার্বিয়া যাওয়ার বদলে সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে মস্কোতে আসার আমন্ত্রণ জানাবেন।

তিনি বলেছেন, প্রধান বিষয় হলো সার্বিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক কেউ ধ্বংস করতে পারবে না।

সূত্র: আল জাজিরা