রাশিয়ার আকাশ থেকে নিক্ষেপ করা ক্রুজ মিসাইল হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের রেল অবকাঠামোতে হেনেছে। স্থানীয় সময় রোববার সকালে ওই হামলা চালানো হয় বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত নিয়মিত আপডেটে টুইটার জানিয়েছে, সিভিয়ারোদোনেৎস্ক শহরে প্রচণ্ড লড়াই চলছে এবং রুশ বাহিনী স্লোভিয়ানস্কের দিকে পিছু হটছে।
এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার হুমকি দিয়েছিলেন যে, পশ্চিমারা ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে মস্কো নতুন লক্ষ্যবস্তুতে আঘাত হানবে। তবে পুতিনের সেই হুমকি একেবারেই পাত্তা না দিয়ে, যুক্তরাষ্ট্রের পদাঙ্গ অনুসরণ করে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি নিয়েছে যুক্তরাজ্য।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষা করতে সহায়তা করার জন্য এমএলআরএস নামে পরিচিত একাধিক-লঞ্চ রকেট সিস্টেম উপহার দেওয়ার বিষয়ে লন্ডন ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করেছে।
এম২৭০ নামের ওই লাঞ্চার ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূর থেকে নির্ভুল হামলা চালাতে সক্ষম। ওই অস্ত্র ইউক্রেনীয় বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
এর আগে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে হিমার্স মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম সরবরাহ করার ঘোষণা দেয়। এরপরই রোববার পুতিন রাশিয়ার সংবাদ সংস্থাকে বলেন, যদি কিয়েভকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়া হয়, ‘আমরা উপযুক্ত সিদ্ধান্ত নেব এবং এমন লক্ষ্যে আঘাত হানতে আমাদের অস্ত্র ব্যবহার করব, যেসব লক্ষ্যে আমরা আগে আঘাত করিনি।