anusandhan24.com
সেভেরোদোনেৎস্কে ইউক্রেনের অগ্রগতি রুখতে যে পদক্ষেপ নিচ্ছে রাশিয়া
শনিবার, ৪ জুন ২০২২ ০৭:৪২ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদোনেৎস্কে ইউক্রেনীয় বাহিনীর শক্তিবৃদ্ধি রোধ করতে এবং শহরে অবস্থানরত বেসামরিক মানুষের কাছে সহায়তা পাঠানো রুখতে সেভারস্কি দোনেৎস নদীতে অসস্থিত ব্রিজগুলো ধ্বংস করছে রুশ বাহিনী। লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই জানিয়েছেন বলে শনিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে সেরহি হাইদাই বলেছেন যে ইউক্রেনীয় সামরিক বাহিনী সেভেরোদোনেৎস্কের ভিতরে তাদের অবস্থান ধরে রেখেছে এবং বেশ কয়েকটি জায়গায় রাশিয়ান বাহিনীকে প্রতিহত করছে।

এদিকে, রুশ বাহিনী ওডেসার কৃষ্ণ সাগর বন্দরের কাছে ইউক্রেনের একটি সামরিক পরিবহন বিমানকে গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিমানটি অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করার কাজে নিয়োজিত ছিল বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক আপডেটে জানিয়েছে।

অন্যদিকে, চলমান যুদ্ধকে রাশিয়া ‘দীর্ঘ মেয়াদি’ পর্যায়ে টেনে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে ইউক্রেন।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ শুক্রবার জানিয়েছেন, রাশিয়া অধিকৃত অঞ্চলগুলোতে স্তরযুক্ত তৈরি করে যুদ্ধকে দীর্ঘমেয়াদি পর্যায়ে টেনে নিয়ে যাচ্ছে।