anusandhan24.com
এবার মহড়া শুরু করেছে রাশিয়ার প্যাসিফিক ফ্লিট
শুক্রবার, ৩ জুন ২০২২ ০৫:২৮ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

এবার প্রশান্ত মহাসাগরে রাশিয়ার মহড়া শুরু করেছে রাশিয়ার প্যাসিফিক ফ্লিট। সপ্তাহব্যাপী এই মহড়ায় ৪০টি জাহাজ ও ২০টি বিমান অংশ নিচ্ছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে। খবর আল জাজিরার।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক প্রতিবেদনে জানিয়েছে, জুনের ৩ তারিখ থেকে শুরু হয়ে এই মহড়া চলবে ১০ তারিখ পর্‌যন্ত। এই মহড়ার অন্য বিষয়গুলোও যুক্ত থাকবে। মহড়ায় জাহাজের সঙ্গে নৌবাহিনীর বিমান বহরও শত্রুর সাবমেরিনের সন্ধানে অংশ নেবে।

তবে এই মহড়া ইউক্রেনের সীমান্ত থেকে হাজার হাজার কিলোমিটার পশ্চিমে প্রশান্ত মহাসাগরে অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে সম্প্রতি রাশিয়ার পারমাণবিক বাহিনী রাজধানী মস্কোর উত্তর-পূর্বাঞ্চলের আইভানোভো প্রদেশে মহড়া চালিয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, প্রায় এক হাজার সেনাকর্মী ইয়ারস আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারসহ শতাধিক যুদ্ধযান নিয়ে মহড়া চালায়।