ইউক্রেনে এখন আসল লড়াই হচ্ছে দোনবাসে। এই দোনবাস গত কয়েক বছর ধরে যুদ্ধের মধ্যে রয়েছে। কিন্তু বর্তমানে অঞ্চলটি রয়েছে সবচেয়ে তীব্র যুদ্ধের মধ্যে।
ইউক্রেনের পূর্ব দিকের পুরোটা জুড়েই রয়েছে দোনবাস প্রদেশ। আর ২০১৪ সালে রাশিয়া এখানে হামলা করার পর থেকেই অঞ্চলটি দ্বন্দ্বের সম্মুখভাগে রয়েছে।
কিন্তু অঞ্চলটির মানুষ, যারা আট বছর ধরে যুদ্ধের মধ্যে পড়ে বিপর্যস্ত হয়ে আছে, এখন আরও তীব্র হামলার মধ্যে পড়েছে।
রাশিয়ার সেনারা এখন লুহানেস্কের সেভেরোদোনেৎস্কের কাছে আছেন। ধীরে ধীরে কিছু অঞ্চলে তারা সফলতা পাচ্ছে। তবে রাশিয়ার কিছু আক্রমণ প্রতিহত করেছে ইউক্রেনীয় সেনারা।
রাজধানী কিয়েভ এবং কেন্দ্রীয় অঞ্চলগুলো দখল করতে ব্যর্থ হওয়ার অর্থ হলো এখন দোনবাস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রধান সামরিক লক্ষ্য।
দোনবাসে রাশিয়ার জয় পাওয়ার বিষয়টি পশ্চিমা দেশগুলোর জন্য আতঙ্কের বিষয়। কিন্তু রুশ সেনারা এখানে জয় পেলে পুতিনের যুদ্ধ জয়ের সম্ভাবনা বেড়ে যাবে।
সূত্র: সিএনএন