anusandhan24.com
কয়লা সংকটে বেসামাল ভারত, লোডশেডিং বাড়ার শঙ্কা
রবিবার, ২৯ মে ২০২২ ০৪:২৭ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

কয়লা সংকট মোকাবিলায় বিদেশ থেকে কয়লা কিনতে হচ্ছে ভারতকে। ছয় বছর আগে এমন পরিস্থিতিতে পড়েছিল দেশটি। চাহিদার অনুপাতে ভারতে শক্তির জোগান কমে গিয়েছিল। ছয় বছর পর আবার একই পরিস্থিতির মুখোমুখি হয়েছে দেশটি। তবে এবার অবস্থা এতটাই গুরুতর যে, বছর শেষে ভারতজুড়ে লোডশেডিং বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

বিপদ এড়াতে তাই আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে দেশটির সরকার। এ ব্যাপারে কয়লা উত্তোলনের নিয়ন্ত্রক সংস্থা কোল ইন্ডিয়ার ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। ভারত সরকার চিঠি দিয়ে কেন্দ্রীয় সংস্থাটিকে নির্দেশ দিয়েছে অবিলম্বে বিদেশ থেকে কয়লার আমদানি শুরু করতে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সেই চিঠি হাতে এসেছে তাদের।

রয়টার্স জানিয়েছে, চিঠিতে রাজ্যের বিদ্যুৎ সংস্থাগুলোকে জ্বালানি সংগ্রহের প্রক্রিয়া আপাতত স্থগিত রাখতে বলা হয়েছে। সেই দায়িত্ব দেওয়া হয়েছে কোল ইন্ডিয়াকে।

চিঠিতে আরও বলা হয়েছে, কোল ইন্ডিয়াই বিদেশ থেকে সামগ্রিক কয়লা আমদানি করার কাজ করবে। তারপর সেই কয়লা কত দামে বিদ্যুৎ সংস্থাগুলোকে কিনতে হবে।

প্রসঙ্গত, ভারতের মোট জ্বালানির ৭০ শতাংশই আসে কয়লা থেকে।