উপলক্ষ্য যখন ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই তখন তারকাদের মেলা বসাটাই স্বাভাবিক। ফ্রান্সের রাজধানী প্যারিসে সেটাই হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালকে কেন্দ্র করে গতরাতে প্যারিসে বসেছিল তারকার মেলা। ফুটবলের সাবেক-বর্তমানরা তো ছিলেনই সে ছিলেন টেনিসের তারকারাও।